মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৯:১১ অপরাহ্ন

খোকসা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মমিন হোসেন ডালিম / ৪৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২, ৪:১৭ অপরাহ্ন

কুষ্টিয়া খোকসা উপজেলার খোকসা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ২০শে ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় খোকসা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইসাহক আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো. আশিকুর রহমান।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রবীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠতা সভাপতি সাংবাদিক মুন্সি আশরাফুল আলম লিটন।

অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন খোকসা সরকারি কলেজের প্রভাষক নজরুল ইসলাম, গীতাপাঠ করেন সাংবাদিক রঞ্জন ভৌমিক।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি মুন্সি আশরাফুল আলম লিটন। এরপর পর্যায়ক্রমে বক্তব্য রাখেন অনুষ্ঠানে আগত প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিকরা মানুষের জনদুর্ভোগ নিয়ে কাজ করবে, সমাজের অন্যায় অনিয়মে চিত্র তুলে ধরে সুন্দর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে এবং সততার সাথে তাদের দায়িত্ব পালন করবে এমন টায় প্রত্যাশা তাদের কাছে । এ সময় তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে খোকসার সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খোকসা উপজেলা বীর মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার ফজলুল হক, সাপ্তাহিক দ্রোহের সম্পাদক তমা মুন্সি, শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফুল ইসলাম, শোমসপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আইনদ্দিন, খোকসা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সেক্রেটারি ওহিদুজ্জামান সহ স্থানীয় গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর