কুষ্টিয়ার খোকসায় পৌর বিট পুলিশিং কার্যক্রম (১,২,৩) শুভ উদ্বোধন করলেন কুষ্টিয়া-৪ (কুমারখালী- খোকসা) আসনে এমপি সেলিম আলতাফ জর্জ।
বুধবার (৭ অষ্টোবর) দুপুরে মুক্তিযোদ্ধা চত্বরে পৌরসভা ১,২,৩ নং বিট পুলিশিং কার্যক্রমের সভাপতিত্ব করেন খোকসা থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, থানার তদন্ত(ওসি) ইদ্রিস আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার, আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আল-মাসুম মুর্শেদ শান্ত, কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য ও খোকসা উপজেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম বাবলু, ও আওয়ামী লীগ নেতা সাহেব আলী, থানার অফিসারবৃন্দ, স্থানীয় ইউপি সদস্যগণ, বিভিন্ন ওর্য়াডের কাউন্সিলারসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এ সময় ব্যক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ (কুমারখালী- খোকসা) আসনের এমপি সেলিম আলতাফ জর্জ বলেন, আপনার সন্তান কোথায় গেল, কোথায় আসলো, সে দায়িত্ব আপনাকেই নিতে হবে। পরিবার থেকেই মাদক নির্মূল এর জন্য পিতা মাতাকেই দায়িত্ব নিতে হবে। সুশিক্ষায় শিক্ষিত করে বর্তমান নতুন প্রজন্মকে আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে।
তিনি আরো বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে নিজের সন্তানকে রক্ষা করতে প্রশাসনের কঠোর থেকে আরো কঠোরত হতে হবে। প্রয়োজনে আইনের হাত যতটা শক্তিশালী করা প্রয়োজন তাই করা হবে। তবুও দেশ থেকে মাদক নির্মূল করা হবে।
উল্লেখ, খোকসা থানার অফিসার ইনর্চাজ গোলাম মোস্তাফার নেতৃত্বে উপজেলার সকল ইউনিয়নে এই বিট পুলিশিং কার্যক্রম করেন।