কুষ্টিয়ার খোকসা পৌরসভার নতুন ভবনে অফিস স্থানান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে নতুন ভবন চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা বারবার নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ আজগর আলী।
এ ছাড়াও পৌর অফিস নতুন ভবনে স্থানান্তর অনুষ্ঠানে দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট আকরাম হোসেন দুলাল, জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান হাবিবুর রহমান, শিক্ষক প্রভাত মালাকার এবং ব্যবসায়ী ওয়াহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান বক্তা কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আজগর আলীর বক্তৃতায় তিনি বলেন, হুঁশিয়ারি উচ্চারণ করে স্পষ্ট জানিয়ে দেন, যদিও বিভেদ থাকতেই পারে কোথাও থাকতে পারে ঘরে এসে বলার জন্য রাজপথে বলে কখনো সম্ভবপর নয় তার সমাধান। জেলা আওয়ামী লীগের পদের অপমান করলে কোন অবস্থাতে শব্দ হবে না বলেও তিনি হুশিয়ারি উচ্চারণ করেন প্রয়োজন হলে আইনের আশ্রয় নেওয়া হবে বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কোট করে বলেন, দলে অনুপ্রবেশকারী কাউকেই কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা বারবার নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন, অনেক ত্যাগ-তিতিক্ষাই আমাদের এই কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ। নিজেদের মধ্যে দলীয় বিভেদ থাকলেও দলকে সুসংগঠিত সভাপতি ও সাধারণ সম্পাদক একই মেরুতে আমরা অক্ষ-বদ্ধ। দলের মধ্যে যারা বিভেদ করে এবং তাদেরকে অবশ্যই দলের গঠনতন্ত্র মোতাবেক ফিরে আসতে হবে নচেৎ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
পরে অনুষ্ঠানে বিশেষ মোনাজাত হয়। মোনাজাত পরিচালনা করেন খোকসা উপজেলা মসজিদের ইমাম মাওলানা আবু দাউদ খান।
উল্লেখ্য, ২০১৮ সালের ৬ মে এক অনাড়ম্বর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান। ভিত্তিপ্রস্তরের ২ বছর ৫ মাস পরে পৌর ভবন উদ্বোধনের আগেই বেশ ঘটা পৌরসভার অফিস নতুন ভবনের স্থানান্তর বৃহস্পতিবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত হলো। ৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে জিওবি’র বাস্তবায়নে মেসার্স শামীম আরফান জেভি ঠিকাদারি প্রতিষ্ঠান কতৃক তিনতলা ভবন নির্মাণ কাজ ইতিমধ্যে সমাপ্ত করেছেন।