দেশব্যাপি বিট পুলিশিং কার্যক্রমের সেবা মানুষের দোড়গোড়ায় পৌছে দিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে খোকসা থানাসুত্রে জানাগেছে।
সেই ধারাবাহিকতাই শনিবার ( ১৭ই অক্টোবর ২০২০ ) সারাদেশে একযোগে ধর্ষণ/নারী নির্যাতন এবং যৌতুক বিরোধীসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে ছয় হাজার নয়শত “বিট পুলিশিং” কার্যক্রম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সেই আলোকে শনিবার ( ১৭ই অক্টোবর ২০২০ ) সকাল ১১.০০ ঘটিকায় খোকসা পৌরসভার ৮ নং ওয়ার্ডে ৩নং বিট পুলিশিং মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। এ সময় খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা’র নির্দেশনায় ৩নং বিট পুলিশের দায়িত্ব প্রাপ্ত এসআই আরিফুল ইসলাম স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের সাথে বিট পুলিশিং সেবা সংক্রান্ত তথ্য ও সহযোগীতার বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর হাসেম আলী, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইউনুচ আলী, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আবু তৈমুর বাবু প্রমুখ।