রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:২১ পূর্বাহ্ন

খোকসা থানা বিএনপি’র একাংশের প্রতিবাদ সংবাদ সম্মেলন

মমিন হোসেন ডালিম / ৪৪৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ৫ অক্টোবর, ২০২০, ৩:০৮ অপরাহ্ন
খোকসা থানা বিএনপি’র একাংশের প্রতিবাদ সংবাদ সম্মেলন
খোকসা থানা বিএনপি’র একাংশের প্রতিবাদ সংবাদ সম্মেলন

খোকসা থানা বিএনপি’র সদ্য ঘোষিত কমিটি ঘোষনার প্রতিবাদে, সোমবার (১০ই অক্টোবর ) দুপুর ১২.০০ ঘটিকায় খোকসা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুষ্টিয়া জেলা বিএনপি’র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খাঁন। তার লিখিত বক্তব্য তুলে ধরা হল-

আপনাদের সদয় অবগিতর জন্য জানানো হচ্ছে, গত ০১/১২/২০২০ ইং, তারিখে কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী দলের সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী ( সাবেক সাংসদ-কুষ্টিয়া -৪ ) খোকসা উপজেলা বিএনপি অফিসে উপস্থিতি দেখিয়ে খোকসা উপজেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি ঘোষনা করেছেন। যা সম্পূর্ণ দলীয় গঠনতন্ত্রের বাইরে সেচ্ছাচারিতা ও মিথ্যাচার ও দলীয় দূর্বৃত্তায়নেরই বহিঃপ্রকাশ।

আমরা আপনাদের আরও জানাচ্ছি ইতি পুর্বেও এই ব্যক্তি তার সেচ্ছাচারিতায় কোন কাউন্সিল ছাড়াই কুষ্টিয়ায় চায়ের দোকানে বসে কমিটি করেছে, আমরা তারও তীব্র নিন্দা জানিয়েছিলাম।

দলের এই ক্রান্তিলগ্নে সেখানে আমাদের হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক ও গায়েবী মামলায় জর্জরিত তাদের মূল্যবান মতামত ও ত্যাগকে কোনরুপ শ্রদ্ধা না জানিয়ে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে এই আজ্ঞাবহ পকেট আহবায়ক কমিটি গত ০২/১০/২০২০ইং, তারিখে স্থানীয় দৈনিক হাওয়া পত্রিকায় প্রকাশ করেন। আমরা সকলে তার এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।

প্রেস বিজ্ঞপ্তি কপি

আমরা এই সম্মেলনের মাধ্যমে তাকে জানাচ্ছি যে, অনতিলম্বে এই আহবায়ক কমিটি বাতিল করে তৃণমূলের সকল নেতাকর্মীর মূল্যবান মতামতকে গুরুত্ব দিয়ে এবং সকল উুপস্থিতির মাধ্যমে নতুন কমিটি ঘোষনার যৌতিক দাবী জানাচ্ছি, অন্যথায় তার এই ব্যক্তি স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং তার বিরুদ্ধে সর্বত্র প্রতিরোধ গড়ে তুলব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি মুনসী এ জেড জি রশীদ রেজা, জিয়া পরিষদে কেন্দ্র কমিটির সহকারী মহাসচিব মুর্তাজা আযম-উল-আলম, জেলা বিএনপির সদস্য মোস্তফা শরীফ, জেলা বিএনপির সদস্য আবু হেনা মোস্তফা সালাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর