শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন

খোকসা উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষনা

মোমিন হোসেন ডালিম, খোকসা / ১৪৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৬:৫৩ অপরাহ্ন

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২২,১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি সহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোকসা উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষনা করেন। এ সময় তিনি আরও ৩৩৪টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করেন।

বুধবার সকাল ১০টা’য় খোকসা সরকারি কলেজ অডিটোরিয়ামে খোকসা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত, (গণভবন থেকে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স এর উদ্বোধনী অনুষ্ঠানে) উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা। ভিডিও কনফারেন্স শেষে উপজেলার ১৬০ জন ভূমি ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।এর আগে বিভিন্ন সময়ে আরও ১৬৪ জন ভূমি ও গৃহহীন পরিবারকে দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। এ নিয়ে মোট ৩২৪ টি আশ্রয়হীন পরিবার প্রধানমন্ত্রীর উপহার জমি সহ ঘর পান।

উদ্বোধনী এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, সহকারী কমিশনার ভূমি, বিতান কান্তি হওলাদার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা শাহিনা বেগম, খোকসা থানার অফিসার ইনচার্জ, মোস্তফা হাবিবুল্লাহ,

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পপনা কর্মকর্তা ডা: কামরুজ্জামান সোহেল, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপজেলার সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার, ফজলুল হক, উপজেলা ভাইস চেয়াম্যান, মো: সেলিম রেজা, খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ: মালেক সহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর