শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন

খোকসা ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর প্রচার প্রচারনা

মমিন হোসেন ডালিম / ৪৬৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১, ২:৩২ অপরাহ্ন

চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়ার খোকসা উপজেলার ৮ নং জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুর রাজ্জাকের ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেছেন।

শনিবার (৪ ডিসেম্বর) বিকালে ইউনিয়ন পরিষদের ফুলবাড়িয়া বাজার থেকে শত শত নেতা কর্মী ও স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মোটরসাইকেল শোভাযাত্রাটি ইউনিয়ন পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্বগোপালপুর মাঠে এসে শেষ হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , সাবেক জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আকরাম হোসেন দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা,খোকসা উপজেলা ছাত্রলীগের আহবায়ক শিমুল আহমেদ খান সহ স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মী সহ শত শত ভোটারগণ।

মোটরসাইকেল শোভাযাত্রা আগে এক সংক্ষিপ্ত বক্তৃতায় নৌকার প্রার্থী আবদুর রাজ্জাক বলেন, কিছু ছিটকে সন্ত্রাসী বাহিনী নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপ্রিয় জয়ন্তীহাজরা ইউনিয়ন বাসীদের উপর অতর্কিত হামলা ভাঙচুর ও গুরুতর আহত সহ বিভিন্ন অপকর্ম চালাচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আশাকরি অচিরেই জয়ন্তীহাজরা বাসী এই মামলার বিচার পাবে।

তিনি আরো বলেন, নৌকার বিজয় সুনিশ্চিত জেনে, তারা এসব অপকর্ম করে নৌকার বিজয় ছিনিয়ে নিতে চাচ্ছে। রাজনৈতিকভাবে এ সকল অপকর্মকারীদের প্রতিহত করা হবে বলেও তিনি জানান। এ সময় তিনি আরও বলেন একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে কিন্ত কোন লাভ হবে না। জয়ন্তীহাজরাবাসী ভোটের মাধ্যমে এর উপযুক্ত জবাব দেবে।

পরে উপস্থিত শত শত নেতাকর্মী সহকারে মোটরসাইকেল শোভাযাত্রা ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করেন।

উল্লেখ্য ৮ নং জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের ১২ টি গ্রামের ৯ টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১১হাজার ২৮৫ জন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর