শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন

খোকসা ইউনিয়নের নৌকার কান্ডারী হতে চায় আসাদুজ্জামান মুকুল

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ৪৯০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১, ৭:১৪ অপরাহ্ন

আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চলছে প্রার্থীদের নানা জল্পনা-কল্পনা। কুষ্টিয়ার খোকসা ইউনিয়নয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চায় আসাদুজ্জামান মুকুল । প্রায় সাড়ে ৬ হাজার ভোটারদের দোয়া সমর্থন চেয়ে ১ নং খোকসা ইউনিয়ন পরিষদের সম্ভব্য নৌকার পক্ষে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশি আসাদুজ্জামান মুকুল এ উপলক্ষে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় শতাধিক নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা ক্লাবমোড় বাজার হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরভবনে গিয়ে শেষ করে।

মনোনয়ন প্রত্যাশি আসাদুজ্জামান মুকুল বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে রাজনীতিতে জড়িয়ে পড়েন এবংবঙ্গবন্ধুর আদর্শ লালন করে মরতেও প্রস্তুত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের নিতী নির্ধারনী বোর্ডে তাকে দলীয় মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন।

মানুষের দ্বারে দ্বারে কাছে নৌকার সমর্থন চেয়ে ভোট প্রার্থনা করছেন

তিনি আরো বলেন, গণতন্ত্র, রাজনীতি এবং আন্দোলন এই শব্দগুচ্ছের সঙ্গে জন্মের পর থেকেই আমাদের কাছে পরিচিত মুখ। রাজনীতি যেন আমাদের রক্তের প্রতিটি কণার সঙ্গে মিশে আছে। রাজনীতি দেখে স্বতঃস্ফূর্তভাবে অনুধাবন করেছেন যে পথচলার মূলমন্ত্রই হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ। অতিতেও দলের দু:সময়ে দলের জন্য কাজ করেছি, আগামীতেও দলের জন্য জনগণের সেবক হয়ে কাজ করবো।

আমি সকলের কাছে দোয়া ও ভালবাসা চাই এবং আপনারা যেভাবে অতিতেও আমাকে ভালবেসে পাশে ছিলেন, আগামীতেও যেন সেভাবে পাশে থাকেবন সকলেই। এলাকাবাসীর দোয়া ও ভালবাসাই আমার চলার পথের শক্তি সঞ্চয় হবে।

উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং খোকসা ইউনিয়নে এবারে মনোনয়ন প্রত্যাশি সাতজন বলে এখন পযর্ন্ত জানা যায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর