চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে খাকসা উপজেলা ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বর পদপ্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেনে । আগামী ২৬শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে খোকসা উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন আর এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৫শে নভেম্বর। সেই আলোকে, বৃহস্পতিবার ( ২৫শে নভেম্বর ) সকাল থেকেই বিভিন্ন ইউনিয়নের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য খোকসা উপজেলা নির্বাচন অফিসে ভীড় জমায়।
খোকসা নির্বাচন অফিস সুত্রে জানাযায়, ১১৭ টি পদের বিপরীতে উপজেলার ৯ টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোট মনোনয়নপত্র দাখিল করেছেন ৪৫ জন, সংরক্ষিত আসনে ৯৬ জন, সাধারন সদস্য ৩০২ জন।
এর মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আওয়ামীলীগ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন ৯ জন, স্বতন্ত্র থেকে ৩২ জন, ইসলামী আন্দোলন থেকে ০১ জন, জাতীয় পার্টি থেকে ০১ জন, জাতীয় সমাজতান্ত্রিক থেকে ০১ জন।
এর মধ্যে বেতবাড়িয়া ইউনিয়নে বিনা প্রতিদন্দ্বীতায় নির্বাচন করছেন ০৩ জন, এদের মধ্যে সংরক্ষিত পদে ০১ জন, সাধারন সদস্য পদে ০১ জন এবং জানিপুর ইউনিয়নে বিনা প্রতিদন্দ্বীতায় নির্বাচন করছেন ০১ জন সাধারন সদস্য। উপজেলার নয়টি ইউনিয়নে মোট ৯২ হাজার ৭৭৫ জন ভোটার আগামী ২৬ ডিসেম্বর তাদের মনোনীত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের মনোনয়নে ভোট প্রদান করবেন।