শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন

খোকসায় ১১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

তানভীর লিটন, কুমারখালী / ৫৩৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১, ২:২৬ অপরাহ্ন

 

কুষ্টিয়ার খোকসায় ১১০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের উথুলী পূর্বপাড়ার মৃতঃ শামসুর রহমানের ছেলে আসলাম উদ্দিন (২৯)।

আজ ২১ ডিসেম্বর বিকেলে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাহবুবা জেসমিন রুমা সঙ্গীয় ফোর্স নিয়ে খোকসার জয়ন্তী হাজরা ইউনিয়নের উথুলী পূর্বপাড়ার বাসিন্দা আসলাম উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ১১০ পিচ ইয়াবাসহ আসলামকে আটক করে।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আটক মাদক ব্যবসায়ী আসলামকে খোকসা থানায় সোপর্দ করে।
খোকসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসলাম বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। যাহার নাম্বার -৮।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, আজ বিকিলে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১১০ পিচ ইয়াবাসহ আসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে খোকসা থানায় সোপর্দ করেছে।
মামলা হয়েছে,আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর