শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন

খোকসায় সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেলের দু’আরোহী

নিজস্ব প্রতিবেদক: / ২৯২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ১০:০৫ পূর্বাহ্ন

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের শিমুলিয়া ইউনিয়নের ব্র্যাক ফুলতলা নামক স্থানে ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই জন আহত হয়েছে। আহত দুই জন হলেন রাজবাড়ী জেলার পাংশা থানার বাহাদুরপুর ইউনিয়নের ডাঙ্গীপাড়া ওমর আলীর ছেলে সাঈদ হোসেন (৪০) ও একই ইউনিয়নের তারাপুর গ্রামের মোঃ আবু ইউসুফ প্রামানিক এর ছেলে শহিদুল ইসলাম (২৫)।

স্থানীয় এলাকাবাসী আহত দু’ জন কে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে জরুরি বিভাগে আনেন। আহতদের মধ্যে সাইদ হোসেন এর অবস্থা বেশি খারাপ দেখায় জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার মোঃ শামীম মাহমুদ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন। অপর আহত শহিদুল ইসলাম কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার বিবরণে জানা যায়, ফাস্টফুড ও হোটেল ব্যবসায়ী সাঈদ ও শহিদুল কুমারখালী থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি পাংশা আসার পথে সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা ২ টার সময় শিমুলিয়া ইউনিয়নের ফুলতলা নামক স্থানে ভ্যানের পিছনে সজোরে আঘাত দিলে ঘটনাস্থলে তারা গুরুতর আহত হন। ভ্যানটি ভেঙ্গে গেলেও চালক সুস্থ আছেন বলে স্থানীয়রা জানান। পরে স্থানীয় এলাকাবাসী আহত দু’জন কে উদ্ধার করে খোকসা হাসপাতালে জরুরি বিভাগে আনেন।

পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলের রেজিঃ নং- রাজবাড়ী-ল-১১-০২১৫ হোন্ডা ট্রিগার কালো রং ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর