কুষ্টিয়ার খোকসায় ওসমানপুর ইউনিয়নের হিজলাবট থেকে ২ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি স্যুটারগান, এক রাউন্ড গুলি, দুইটি রামদাসহ ৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শনিবার (২০ নভেম্বর) রাত সাড়ে আটটায় ডাকাতির প্রস্ততিকালে তাদের আটক করে খোকসা থানার পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান। তিনি জানান, আটক দুইজন একাধিক মামলার আসামি।
খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল খোকসার হিজলাবট ঘাটে অভিযান চালাই। এ সময় সামিরুল ও রাজিব নামের দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। সামিরুলের কাছ থেকে একটি ওয়ান স্যুটার বন্দুক, এক রাউন্ড গুলি, দুইটি রাম দা ও রাজিবের মোটর সাইকেলের ভেতর থেকে ৯৮ নব্বই পিস ইয়াবাসহ মোটর সাইকেলটিও জব্দ করা হয়। ওই সময়, আরও চারজন পালিয়ে যায়।
আটককৃতরা হলেন খোকসা উপজেলার উসমানপুর ইউনিয়নের শামসুদ্দিন মন্ডল ওরফে কাটে মন্ডলের ছেলে সামিরুল মন্ডল (৩৫) এবং আজিল সেখের ছেলে রাজিব সেখ (২৮)।
ওসি আরো বলেন, এই দুইজন এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের নামে থানায় একাধিক মামলা রয়েছে। তাদের দুই জনের নামে নতুন করে অস্ত্র ও মাদক আইনের মামলার প্রস্তুতি চলছে। রবিবার (২১ নভেম্বর) সকালে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হবে।
প্রসঙ্গত গেল সপ্তাহে ইউপি নির্বাচনকে ঘিরে উত্তপ্ত ওসমানপুর গ্রামের সহিংসতা নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে কুষ্টিয়ার সময়। তারই জেরে নড়েচড়ে বসে পুলিশ। ওই ঘটনায় গোলাগুলি, ঘরবাড়ি ভাঙচুর ও লুটের অভিযোগ পাওয়া গিয়েছিল। পুলিশের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।