কুষ্টিয়ার খোকসায় পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।
বুধবার (২ জুন) সকালে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের ধোকড়াকোল গ্রামের নাসিম মন্ডল (৩০) ও তার সন্তান সম্ভাবা স্ত্রী মুক্তা (২৫) নিজের ঘরে বিষপান করে আত্মহত্যা চেষ্টা করে। এই দম্পতির ছয় মাস আগে বিয়ে হয়।
পরিবারের সূত্রে জানা গেছে, গ্রামের বারেক মন্ডলের স্ত্রীর সাথে তাদের ছেলে নাসিম ও তার স্ত্রী মুক্তার ঝগড়া হয়। এ ঘটনার জেরধরে বুধবার সকালে নবদম্পতি এক সাথে বসে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। এক পর্যায়ে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা টের পেয়ে স্বামী-স্ত্রী দুজনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং তাদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালে চিকিৎসাধীন মুক্তা জানন, স্বামী শ্বাশুরীর দন্দের শিকার হয়েছে সে। মা ছেলে বিরোধের জেরধরে আগের রাতে স্বামী নাসিম ও সে বিষপানের জন্য প্রতিজ্ঞা করে। সেই মাফিক নিজের ঘরে দুইজন এক সাথে বিষপান করেছে। তবে স্বামী আগে বিষ খাই। পরে সেই অবশিষ্ট অংশ বিষপান করে। সে নিজে অন্তঃসত্ত্বা বলেও জানান।
জরুরী বিভাগে ডাক্তার প্রেমাংশু বিশ্বাসের উপস্থিতিতে রুগীদ্বয়কে চিকিৎসার ব্যবস্থা শুরু করেছেন। তবে রুগীর অবস্থা আশংকা মুক্ত নয়। রুগীদের চিকিৎসা চলছে। আবার পরে খোঁজ নিয়ে জানা যায় অসুস্থ্য স্বামী স্ত্রী দুজনেই আগের তুলনায় ভালো আছেন।