কুষ্টিয়ার খোকসায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০.০৯.২০২২ ইং) ১১ টা’য় খোকসা কালীবাড়ি কেন্দ্রীয় দূর্গাপূজা কমিটির আয়োজনে খোকসা কালীবাড়ি মন্দির প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খোকসা কালীবাড়ি দূর্গাপূজা কমিটির সভাপতি আদিত্য প্রতাপ সিংহ’র সভাপতিত্বে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ বলেন, রাতের আঁধারে কিছু দুস্কৃতিকারী আকারনে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করে। এদের ব্যাপারে আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি মন্দির কমিটিরও সতর্ক থাকার আহবান জানান। এ সময় তিনি আরও বলেন, ধর্মের ভিত্তিতে দেশ ভাগের পরেও এদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ দেশকে ভালোবেসে তারা ইন্ডিয়াতে যাননি আপনারাই প্রকৃত দেশ প্রেমিক। পরে উপজেলার ৬৫টি মন্দিরের সভাপতি ও সম্পাদকের হাতে তিনি আর্থিক সহায়তা তুলে দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল আকতার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌরমেয়র তারিকুল ইসলাম, খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আাব্দুল মালেক, খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার বিশ^াস, খোকসা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি সুপ্রভাত মালাকার, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক, জয়দেব কুমার প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১লা অক্টোবর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। উপজেলার ৬৫টা মন্দিরে এবার দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।