কুষ্টিয়ার খোকসায় গাঁজাসহ একজন মাদকব্যবসায়ীকে আটক করে র্যাব- ১২ (র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান)।
শনিবার (১৭ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খোকসা শিমুলিয়া ইউনিয়নের নকশাপাড়া গ্রাম থেকে শাহজাহান ভূঁইয়া নামে মাদককারবারিকে ১ কেজি গাজাসহ আটক করে র্যাব -১২ (র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান)।
আটককৃত মাদক কারবারি হলো- রাজবাড়ী জেলার পাংশা থানাধীন চাঁদপুর গ্রামের মো. আঃ রবের ছেলে মো. শাহজাহান ভুইয়া (৫২)। সে পেশাদার মাদক কারবারি। এই পেশাদার মাদক কারবারি বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
খোকসা থানার এজাহার সূত্রে জানা গেছে, র্যাব -১২ (র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান) খোকসা সীমান্তবতী শিমুলিয়া ইউনিয়নের নকশাপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করে। এ ব্যাপারে র্যাব কর্তৃক ধারা-৩৬ (১) এর ১৯ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮;-১ (এক) কেজি গাঁজা উদ্ধার দেখিয়ে মামলা হয়। মামলা নং-১৮, তারিখ ১৭/০৪/২০২১ ইং।