শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন

খোকসায় যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার

ওবাইদুর রহমান আকাশ / ১৮৪৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ২০ জুন, ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ন

কুষ্টিয়ার খোকসায় সাড়ে ৪ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগের কয়েক এক ঘন্টায় মধ্যে যুবকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (২০ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সন্তোষপুর গ্রামের এই ঘটনা ঘটে। এর আগে সকালেই যৌন নিপীড়নের শিকার ওই শিশুর অভিভাবক থানায় অভিযোগ করেন।

থানার সূত্রে জানা যায়, উপজেলার শোমসপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের পিদ্দান মন্ডলের ছেলে সাইদুল ইসলাম (২০) মাথা টিপে দেওয়ার কথা বলে শিশুটিকে ঘরে ডেকে নেয়। এক পর্যায়ে সে তাকে যৌন নিপীড়নের চেষ্টা চালায়। শিশুটির চিৎকার শুনে পরিবারের লোকেরা ঘর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। পরে ওই শিশুসহ পরিবারের লোকেরা থানায় নিয়ে যায়। অভিযোগের কয়েক এক ঘন্টার মধ্যেই যুবকে আটক করেছে। সাইদুল ইসলাম একটি কসমেটিকের দোকানে কাজে করে।

থানায় উপস্থিত শিশুটির মা জানান, শিশুর উপর পাষবিক নির্যাতনকারী সম্পর্কে শিশুটির প্রতিবেশী চাচা। তিনি আটক যুবক সাইদুলের বিচারের দাবি করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মো. আশিকুর রহমান জানান, শিশু যৌন নিপীড়নের অভিযোগে সাইদুল নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের অভিযোগ দিয়েছেন শিশুটির মা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর