শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন

খোকসায় যুব উন্নয়নের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ওবাইদুর রহমান আকাশ / ৩৪৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ৮ জুন, ২০২১, ৯:৫৫ পূর্বাহ্ন

কুষ্টিয়ার খোকসায় যুব উন্নয়ন অফিসের আয়োজিত “সামাজিক কর্মকান্ড ও সেচ্ছা সেবামূলক কাজে যুবাদের ভূমিকা” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৮ জুন) সকালে খোকসা সরকারি কলেজের মিলনায়তনে যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আরো ছিলেন, সমাজ সেবক ও সাংস্কৃতিক ব্যক্তি আরিফুল আলম তসর, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন ও দৈনিক কুষ্টিয়া পত্রিকার প্রতিনিধি হুমায়ুন কবির।

কর্মশালায় দিক নির্দেশানা বক্তব্য দিছেন- উপজেলা নির্বাহী অফিসার – ছবি- কুষ্টিয়ার সময়

উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ৪০ জন যুব পুরুষ ও যুব মহিলাদের অংশগ্রহণে কর্মশালার আলোচনার বিষয় ছিল “নৈতিকতার অবক্ষয় ও বিপদগামীতা রোধ কল্পে যুবাদের ভূমিকা”।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন বলেন, আজকের যুব সমাজ নৈতিকতা ও বিপদগামীতা পরিহার করেই বঙ্গবন্ধুর সত্যিকারের সোনার বাংলাদেশ গড়াতে পারে। পরিবার থেকে নৈতিকতা শিক্ষা দিয়ে নিজের সন্তানকে প্রকৃত সুশিক্ষিত মানুষ হিসাবে গড়ে তুলতে উপস্থিত যুবদের আহ্বানও জানান তিনি।

তিনি আরো বলেন, বাস্তব জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতেও আহ্বান করেন।

পরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান সমাপনী বক্তব্যের পর বিকালে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত ঘোষণা করেন। অনুষ্ঠানটি যুব উন্নয়ন অফিসের সহকারী কর্মকর্তা মোহাঃ আবুল কাশেম সঞ্চালনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর