কুষ্টিয়ার খোকসায় আওয়ামীযুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১১ নভেম্বর) সকালে খোকসা বাসষ্ট্যান্ড থেকে একটি শোভা যাত্রা বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এসে জাতীয় পতাকা উত্তোলন ও সমাবেশর মধ্য দিয়ে শেষ হয়।
যুবলীগ খোকসা উপজেলা শাখার যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭৮ কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ। এসময় তিনি বলেন ব্ঙ্গবন্ধুর বীর কন্যা জননেত্রী শেখ হাসিনা যার হাতে যুবলীগের দায়িত্ব তুলে দিয়েছেন তিনি শেখ ফজলে শামস পরশ। যার ধবনীতে আওয়ামীলীগের রক্ত যার ধবনীতে বঙ্গবন্ধুর রক্ত আমি আশাকরি শেখ ফজলে শামস পরশ এর হাত ধরে বাংলাদেশ আওয়ামীযুবলীগ অতীতের চেয়ে আরও শক্তিশালী সংহঠন হিসেবে আর্বিভুত হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, আল মাসুম মোর্শেদ শান্ত প্রমুখ।আলোচনা অনুষ্ঠানের পর কেক কেটে যুবলীগের জন্মদিন পালন করা হয়।