খোকসা হানাদার মুক্ত দিবস। ৪ ডিসেম্বর কুষ্টিয়ার খোকসায় যথাযোগ্য মর্যাদায় হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৪ ডিসেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে সকালে পতাকা উত্তোলন, শহীদ মিনারে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূরালে পুষ্প অর্পণসহ আলোচনা সভা মাহফিল দোয়া অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৪ ডিসেম্বর) মুক্তিযোদ্ধা সংসদের হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ডেপুটি কমান্ডার মঞ্জেল আলী।
এ সময় উপস্থিত ছিলেন, খোকসা উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন, মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, খোকসা থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা।
এ ছাড়াও মুক্তিযোদ্ধা স্মৃতিচারণে বক্তব্য রাখেন সাবেক ডেপুটি কমান্ডার মঞ্জেল আলী ও মুক্তিযোদ্ধা আব্দুল মালেকসহ প্রমূখ।