শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন

খোকসায় মোস্তফা আজাদ স্মরণে নাগরিক শোকসভা

ওবাইদুর রহমান আকাশ / ৮১৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ১৪ নভেম্বর, ২০২০, ৯:৩৮ পূর্বাহ্ন

কুষ্টিয়ার খোকসার কৃতী সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা আজাদ স্মরণে নাগরিক শোকসভার আয়োজন করেছে ঢাকাস্থ খোকসা উপজেলা কল্যাণ সমিতি ও ফেসবুকভিত্তিক গ্রুপ ‌‌আমরা সবাই খোকসাবাসী।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৪টায় প্রয়াত মোস্তফা আজাদের জানিপুরের নিজ বাড়িতে এ শোকসভার অনুষ্ঠিত হয়।

খোকসা উপজেলা কল্যাণ সমিতির মহাসচিব রবিউল আলম বাবুলের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) ও খোকসা উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলাম।

নাগরিক শোকসভায় বক্তব্য রাখেন-খোকসা উপজেলা কল্যাণ সমিতির সহ-সভাপতি আহসানুল হক নবাব, কুষ্টিয়া জজকোর্টের নারী শিশু ট্রাইবুনালের সাবেক পিপি অ্যাড. আকরাম হোসেন দুলাল,খোকসা উপজেলা কল্যাণ সমিতির সহ-সভাপতি শরিফুল ইসলাম, রেজাউল করিম অরণ্য, অধ্যাপক সুপ্রভাত মালাকার, অধ্যাপক আবুল কালাম আজাদ, খোকসা সরকারি কলেজের বাংলার বিভাগীয় প্রধান ওয়াজেদ বাঙ্গালী, সাহিত্যনুরাগী শেখ আব্দুল মান্নান ও কবি আনিস আদনান কল্লোল।

এছাড়াও এলাকার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রভাষক মো. নজরুল ইসলাম।

শোকসভায় বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা আজাদের প্রয়াণে গভীর শোক প্রকাশের পাশাপাশি তাঁকে নিয়ে স্মৃতিচারণ করেন। খোকসার অর্থনৈতিক উন্নয়নে তার অবদান তুলে ধরে তাকে অনুকরণ করার আহ্বান জানান তারা। ব্যবসায়ে তাঁর সততা আর নিষ্ঠায় তাঁকে নিয়ে গেছে অনন্য উচ্চতায় বলেও মন্তব্য করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর