বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন

খোকসায় বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ২

ওবাইদুর রহমান আকাশ / ৪৯০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ১১ এপ্রিল, ২০২১, ৫:২৮ অপরাহ্ন

কুষ্টিয়ার খোকসায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাইক্রো বাসসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রবিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খোকসা বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, দৌলতপুর বাহিরমাদি গ্রামের মৃত আরজেত মন্ডলের ছেলে পিন্টু (৩০) ও দৌলতপুর সিরাজগঞ্জ গ্রামের মন্জু বক্সের ছেলে সঞ্জীব হাসান মন্ডল (৪৬)।

থানা পুলিশের তথ্যে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খোকসা বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে দৌলতপুর থেকে আসা মাইক্রোবাসটি থামিয়ে চালক ও হেলপারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তাদের দেওয়া তথ্য মতে, মাইক্রোবাসের চেসিসের নিচে লুকিয়ে রাখা ১৪০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা উদ্ধার করে থানা পুলিশ। জব্দকৃত মাইক্রোবাসের নাম্বার ‘ঢাকা মেট্রো -চ- ৫১- ৬৯৩৮।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাসস্ট্যান্ডে মাইক্রোবাস সার্চ করলে গাড়ির ভেতর বসে থাকা পিন্টুর জবানবন্দিতে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর