শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন

খোকসায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ৬৭৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ১২ মে, ২০২১, ৩:৫৫ পূর্বাহ্ন

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে খোকসার মোড়াগাছায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ আহত ৫ জন। এতে গুরুতর আহত ট্রাকচালক স্বপন রেজা (৪৫) কে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরন করেন।

ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার ভোর রাত সাড়ে চারটার সময় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের মোড়াগাছায় রাজবাড়ী-দৌলোদিয়া ঘাট থেকে কুষ্টিয়া উদ্দেশ্যে ছেড়ে আসা অনিক পরিবহন যাত্রীবাহীবাস (ঢাকা মেট্রো ব – ১১-৬১৯৮) ও কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ট্রাক (কুষ্টিয়া -ট-১১-১৮৭২) মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ট্রাক চালক স্বপন রেজা (৪৫) গুরুতর আহতসহ অন্তত আরো ৫ যাত্রী আহত হয়।

ভোর রাতেই সংবাদ পেয়ে ঘটনাস্থলে খোকসা ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত ট্রাক চালক স্বপন রেজাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরন করে। আর বাকীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, ঘটনাস্থল থেকে মুখোমুখি সংঘর্ষ ট্রাক-বাস থানায় হেফাজতে রাখা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর