রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:২৮ পূর্বাহ্ন

খোকসায় প্রত্যয় ডেন্টাল কেয়ারের উদ্বোধন

নিজস্ব প্রতি‌বেদক / ২৬৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২, ১১:৩৩ পূর্বাহ্ন

কুষ্টিয়ার খোকসায় প্রত্যয় ডেন্টাল কেয়ারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) খোকসা উপজেলা সদরের হাসপাতাল গেটে আধুনিক এই ডেন্টাল কেয়ারের উদ্বোধন করা হয়েছে।

প্রত্যয় ডেন্টাল কেয়ারের প্রতিষ্ঠাতা ডেন্টিস্ট পূরবী মজুমদার বলেন, এখন থেকে দাঁতের গুরতর সমস্যার জন্য শহরে যেতে হবে না। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মানুষকে উন্নত সেবা দেয়ার প্রত্যয় ব্যক্ত করছি।

তিনি আরো বলেন, উন্নত মানের প্রযুক্তির দ্বারা চিকিৎসা সেবা প্রদানের অংশ হিসেবে সব ধরনের ফিলিং, রুট ক‍্যানেল ট্রিটমেন্ট, ডেন্টাল ক্রাউন স্কেলিং, টুথ পলিশিংসহ বিভিন্ন প্রকারের ডেন্টাল ট্রিটমেন্ট করা হয়।

পূরবী মজুমদার বলেন, অত্যাধুনিক সাজ-সজ্জা, যন্ত্রপাতি ও পরিবেশ রয়েছে। এতে সর্বোচ্চ সেবা দেয়া হবে এবং এর ধারাবাহিকতা বজায় থাকবে। উব্দোধনের মাস ফেব্রুয়ারিজুড়ে বিভিন্ন ছাড়ের কথাও জানান তিনি।

আধুনিক এই ডেন্টাল কেয়ারে অভিজ্ঞ ডেন্টিস্ট পূরবী মজুমদারসহ আরো সেবা প্রদান করবেন নামকরা দন্ত চিকিৎসকরা।

আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর