কুষ্টিয়ার খোকসায় জমির মালিকানা দ্বন্দ্বে রাতের আঁধারে কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৫ এপ্রিল) দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটায়। মালিকের অভিযোগ, প্রতিবেশি এক সুদ ব্যবসায়ীর সাথে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলছিল দীর্ঘদিন। তারই জেরে এ ঘটনা ঘটাতে পারে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে পৌরশহরের মাঠপাড়া গ্রামের হারেজ আলী শেখের পৈত্রিক সম্পতি নিয়ে মন্টু নামে এক ব্যক্তির সাথে দ্বন্দ্ব চলছিল। কয়েক দফার মামলায় রায় তার পক্ষেই যায়। কিন্তু তারপরও কথিত মন্টুর ভাগ্নে আওয়ামী লীগ নেতা মিন্টু বিশ্বাস জমি দখলে নেয়ার জন্য বল প্রয়োগ করে আসছিল। এটা নিয়ে দফায় দফায় থানায় বসলেও কোনো সুরাহা মেলেনি। অথচ মামলাসহ সব কাগজপত্র হারেজ আলীর পক্ষে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিন্টু বিশ্বাস এলাকার প্রভাবশালী হওয়ায় হারেজ আলীকে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছিল জমির দখল ছেড়ে দেয়ার জন্য। কিন্তু হারেজ আলী পৈত্রিক সম্পতিটুকু ছাড়তে দ্বারে দ্বারে ঘুরেও সুরাহা পাননি। যদিও জমির প্রকৃত মালিক সে।
তার অভিযোগ, কয়েকদিন আগেও থানায় কলাগাছ কেটে দিতে মৌখিক অভিযোগ করেছিলেন মিন্টু। কিন্তু থানার পুলিশ অফিসার কাগজপত্র দেখে আমলে নেননি। আজ সকালে উঠে দেখি আমার ৬০ টি পরিণত কলাগাছ মাঝ থেকে কাটা। আর এক সপ্তাহ পরেই কলা আসতো বলেও জানান তিনি।
এ ব্যাপারে মিন্টু বিশ্বাসের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান বলেন, এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।