শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন

খোকসায় প্রতিবন্ধী শিশু ধর্ষনের ঘটনায় আটক একজন

মমিন হোসেন ডালিম / ৬৪৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০, ১২:০৩ অপরাহ্ন

কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রামে ১১ বছরের এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, শুক্রবার ( ১৬ই অক্টোবর, ২০২০ ) বিকেলে আনুমানিক ৫.০০ ঘটিকায় বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে বাড়ির মধ্যে ডেকে নিয়ে সুন্দরী (১১)  নামের এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে লম্পট কামাল মোল্লা (৫০) তার নিজ বাড়িতে জোড় পূর্বক ধর্ষন করে।

ঘটনার পরেই মেয়েটি তার পরিবারের কাছে সবকিছু বলে দেয়। ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য এলাকার চেয়ারম্যান, মেম্বার ও বাটপার শ্রেনীর নেতারা মেয়েটির পরিবারের উপড় চাপ সৃষ্টি করতে থাকে বলে জানায় মেয়েটি মা।

এ ব্যাপারে এলাকার মাতব্বরদের কোন সহযোগীতা না পেয়ে প্রতিবন্ধী কিশোরীর মা শনিবার খোকসা থানায় এসে অভিযোগ করে এবং প্রতিবন্ধী মেয়েটিও ঘটনার সত্যতা স্বীকার করে। এমন অভিযোগের ভিত্তিতে খোকসা থানা পুলিশ শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে ধর্ষক কামাল মোল্লা (৫০) কে গ্রেফতার করে।

এ ব্যাপারে, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, প্রতিবন্ধি কিশোরীর মা বাদি হয়ে মামলা করেছেন। মামলার পর পরই শনিবার গভীর রাতে ধর্ষক কামাল মোল্লা কে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছে পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর