সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৯ অপরাহ্ন

খোকসা পৌরসভায় নৌকার জয়

ওবাইদুর রহমান আকাশ / ৫৫৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০, ২:৩৩ অপরাহ্ন

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুষ্টিয়ার খোকসার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তারিকুল ইসলাম (নৌকা) বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

তিনি পেয়েছেন ৯ হাজার ৩৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির নাফিজ আহম্মেদ খাঁ রাজু (ধানের শীষ) পেয়েছেন ১ হাজার ৫৮৩ ভোট।

সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা উপজেলা পরিষদের হলরুমে ৯টি ভোট কেন্দ্রের ফলাফল পাওয়ার পর বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ন ভোটগ্রহণে প্রশাসনের তরফ থেকে নেয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

পৌরসভায় ৯টি ওয়ার্ডে ৩১ জন কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১০ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর