শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন

খোকসায় নিখোঁজের ২০ ঘন্টায়ও উদ্ধার হয়নি শিশু তানহা

ওবাইদুর রহমান আকাশ / ৪৪৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০, ৫:২৮ অপরাহ্ন
উদ্ধার কাজ
উদ্ধার অভিযান

কুষ্টিয়ার খোকসায় তৃতীয় শ্রেণির এক শিশু ছাত্রী নিখোঁজ হয়েছে। নিখোঁজের ২০ ঘন্টা অতিবাহিত হলেও উদ্ধার হয়নি শিশু তানহা।

পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার (২৮ অক্টোবর) সকালে কমলাপুর রুমী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী তানহা (০৯) মায়ের সাথে ঘরে কাজ করছিল। শিশুটিকে তার বই খাতার মধ্যে পাওয়া আরবি লেখা কয়েকটি নষ্ট পৃষ্ঠা বাড়ির সাথের গড়াই নদীতে ফেলেতে পাঠান মা শাপলা খাতুন। সেই ছেড়া কাগজ ফেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড় হয় ওই ছাত্রী। কিন্তু দুপুর পর্যন্ত শিশুটি ফিরে না আসায় খোজা- খুজি শুরু করা হয়। অবশেষে গ্রামের মসজিদের মাইকে শিশু তানহা নিখোঁজের খবরটি প্রচার করা হয়। এক পর্যায়ে সবার দৃষ্টি যায় গড়াই নদী দিকে। স্থানীয় ভাবে নদীতে জাল ফেলে নিখোঁজ শিশুর সন্ধান করা হয়। সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসের খোকসা ইউনিটে খবর দেওয়া হয়। তারা ঘটনা স্থলে গিয়ে ডুবুরীদল উদ্ধার অভিযান শুরু করে।

খোকসা ফায়ার স্টেশন অফিসার মোশারফ হোসেন জানান, নদীতে শিশু নিখোঁজের খবর পেয়ে তার ঘটানা স্থলে গিয়েছিলেন। খুলনা থেকে ৫ সদস্যের ডুবুরীদল প্রায় ২০ঘন্টা উদ্ধার কাজ চলার পর শিশুটিকে না পেয়ে সাময়িক বন্ধ রেখেছে উদ্ধার অভিযান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর