কুষ্টিয়ার খোকসার পরিচিত মুখ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম নাজিম রেজা লালুর বিরুদ্ধে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে। নাজিম রেজা লালু পেশায় একজন ডিপ্লোমা প্রকৌশলী। বৃহস্পতিবার (২৬ জুলাই) কুষ্টিয়া কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলাটি করেন তারই পরিবারের এক সদস্য। মামলা নম্বর ৯৭/২১।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী উচ্চ শিক্ষা গ্রহণের জন্য তার শিশুকন্যাকে বাবা-মায়ের কাছে রেখে যান। একই পরিবারের সদস্য হওয়ায় মা প্রবাসে থাকার সুযোগ নিয়ে তার কন্যাকে বিভিন্ন সময়ে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। যৌন হয়রানিমূলক বিভিন্ন কথা বলে ওই শিশুকে উত্যক্ত করতো। আসামি লালু প্রায়ই ওই শিশুকে রুমে নিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়ার চেষ্টা করতো।
এজাহারে আরো উল্লেখ করা হয়, আসামি লালুর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গত ০৭ জুলাই দুপুর ১২ টার দিকে বাদীর শিশুকন্যাকে গোসল করে ফেরার পথে পথরোধ করে। ভেজা কাপড়ে আসার পথে লালু তাকে একা পেয়ে জাপটে ধরে। এ সময় ওই শিশু বাঁচার আকুতি জানালে ধারালো অস্ত্র নিয়ে ভয়-ভীতি দেখায়। ভয়ে সে চুপ করে থাকার পর শিশুর পরনের কাপড় খুলে ফেলার চেষ্টা করলে শিশুটির চিৎকারে বাড়ির অন্য সদস্যরা এসে শিশুটিকে উদ্ধার করে। এ সময় লালু পালিয়ে যায় বলে উল্লেখ করা হয়েছে এজাহারে।
মামলার বাদী কুষ্টিয়ার সময়কে বলেন, ভাবতেই অবাক লাগে এই লম্পট আমার আত্মীয়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে তিনি আরো অভিযোগ করেন শুধু আমার মেয়েকেই নয়- গান শেখানোর নামে উনি নাতী বয়সী অনেক মেয়ের সাথেই এমন আচরণ করেন। এমনকি তার লোলুপ থাবা থেকে রেহাই পেতো না বাসার কাজের ঝিরাও। তার অত্যাচারে অনেক ঝি কাজ ছেড়ে চলে গেছে।
তবে এসব ব্যাপারে অভিযুক্ত ডিপ্লোমা প্রকৌশলী এস এম নাজিম রেজা লালুর কোনো বক্তব্য পাওয়া যায়নি।