শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৪২ অপরাহ্ন

খোকসায় নবাগত ওসির যোগদান

ওবাইদুর রহমান আকাশ / ১২৫৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শুক্রবার, ৪ জুন, ২০২১, ৫:৩৬ অপরাহ্ন

কুষ্টিয়ার খোকসা থানায় ৩৭ তম অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন সৈয়দ মো. আশিকুর রহমান। শুক্রবার (৪ জুন) বিকালে তিনি খোকসা থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে বিদায়ী ওসি কামরুজ্জামান তালুকদারকে বিদায় সংবর্ধনা ও নতুন ওসিসৈয়দ মো. আশিকুর রহমানকে বরণ করেন থানা স্টাফ। এতে পরিদর্শক (তদন্ত) মো. মামুনূর রশিদসহ থানার সকল এসআই, এএসআইসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৩ জুন) কুষ্টিয়া পুলিশ সুপার মো. খাইরুল আলম এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শুক্রবার বিকালে নবাগত ওসি সৈয়দ মো. আশিকুর রহমান খোকসায় যোগদান করলেন। খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার কুমারখালী থানায় বদলি হয়।

খোকসা থানায় যোগদানের শুরু পরেই ওসি কামরুজ্জামান তালুকদার সুনামের সাথে দায়িত্ব পালন করেন। স্বল্প সময়ে তিনি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রন করতে সক্ষম সাড়াও খোকসাবাসীর আইন-শৃঙ্খলা রক্ষায় শত শত প্রতিকূলতার মধ্যেও পুলিশি পেশাদারিত্ব বজায় রেখেছেন। এছাড়াও খোকসা থানার অবকাঠামো উন্নয়নে সাফলতার সাথে কাজ করেছেন তিনি।

নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. আশিকুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার পাশাপাশি উপজেলাকে বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া পুলিশকে জনবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শত প্রতিকুলতার মাঝে নিজেদের দক্ষতা ও পুলিশী পেশাদারিত্ব বজায় রেখে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত সাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন সৈয়দ মো. আশিকুর রহমান।

উল্লেখ্য, গত (২৯ অক্টোবর ২০২০) কামরুজ্জামান তালুকদার খোকসা থানার ৩৬ তম অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছিলেন তিনি। ৭ মাস কর্মযজ্ঞ পালন পূর্বক প্রশাসনের নির্দেশে শুক্রবার (৪ জুন) বদলি হন। খোকসা থানার বিদায় অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদারের পরিবর্তে তার জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. আশিকুর রহমান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর