খোকসার গড়াই নদীতে গোসল করতে নেমে আট বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।
কুষ্টিয়ার খোকসা উপজেলার বাঁধপাড়া গ্রামের আজাদ (৫০) এর আট বছর বয়সী শিশু রোকন নিখোঁজ হয়। বুধবার দুপুর ১২টায় এলাকার অন্যন্য বাচ্চাদের সাথে নিখোঁজ শিশুটিও নদীতে নামে এক পর্যায়ে শিশুটি নদীর পানির স্রোতে ভেসে পরে ডুবে যায় । নিখোঁজ রোকনের সাথে নদীতে গোসল করতে যাওয়া আর একজন শিশু বলেন, আমরা সাবাই গোসল করছিলাম হঠাৎ রোকন একটু দূরে স্রোতে চলে যায়, আমরা ওর কাছে যাওয়ার আগেই ও পানিতে ডুবে যায়।
পরে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুজি করে তার সন্ধান করতে পারেনি । সংবাদ পেয়ে খোকসা উপজেলা ফায়ার সার্ভিস এর একটি দল ঘটনাস্থলে পৌছে গড়াই নদীতে উদ্ধার তৎপরতা চালায়। এই সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ রোকনকে উদ্ধার করা সম্ভব হয়নি।