কুষ্টিয়ার খোকসায় বিভিন্ন ইউনিয়নের দরিদ্রদের মাঝে মানবিক সহয়তায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খানের পক্ষ থেকে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) দুপুর ২ টায় উপজেলা চত্বরে এক বান (বান্ডিল) ঢেউটিন ও নগদ তিন হাজার করে টাকা প্রায় অর্ধশত দরিদ্র মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, খোকসা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সায়েম হোসেন সুজন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শিমুল আহমেদ খানসহ আরো অনেকেই।