কুষ্টিয়ার খোকসায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ জন দরিদ্র মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে
বুধবার (২৫ আগস্ট) দুপুর ১২ টায় খোকসা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দিনের সভাপতিত্বে এক বান ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য, ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোঃ আশিকুর রহমান জেলা পরিষদের সদস্য মুজাহিদুল ইসলাম বাবলু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সহ আরও অনেকে।
ঢেউটিন ও নগদ অর্থ বিতরণকালে কুষ্টিয়া- ৪ আসনের এমপি সেলিম আলতাফ জর্জ বলেন, দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন যে কার্যক্রম পরিচালনা হয়ে আসছে এটা তারই একটা অংশ।