কুষ্টিয়ার খোকসা পৌরসভার ৫নং ওয়ার্ডের শাহপাড়ায় এলাকায় প্রায় ৬৮ মিটার দৈর্ঘ্য, ৩ ফিট উচ্চতা, ৫ ইঞ্চির গাথুনীর ড্রেনটির কাজ শুরুর শেষ হতে না হতেই ড্রেনটির এক অংশের ২০/২৫ ফিট ধসে পড়ে গতকাল ৩ অক্টোবর ভোর রাতের দিকে।
এদিকে এলাকাবাসীর দাবি নিম্ন মানের সামগ্রিক ব্যবহারের কারনে ধসে গেছে ড্রেনটি।শাহ পাড়ার পানি নিষ্কাশনের জন্য ৬৮ মিটার দৈর্ঘ্যর নির্মাণ কাজ পায় ঠিকাদার প্রতিষ্ঠান সুবোধ বিশ্বাস। এ কাজের নির্মান ব্যায় ধরা হয়েছে ৪ লক্ষ টাকা।
পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সেলিম হুসাইনের কাছে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
ঠিকাদার সুবোধ বিশ্বাস বলেন,গোঁড়ায় মাটি কম ছিল পানির চাপে ড্রেন ধসে পড়ে, সিমেন্ট বালি সব ঠিকঠাক দেওয়া ছিল।
এ বিষয়ে পৌরসভার প্রকৌশলী সুজন আলী বলেন, ড্রেনের কাজ এখনও শেষ হয়নি, একটা গাঁথুনী জমতে সময় লাগে এর মধ্যে বৃষ্টিপাত হয়েছে, পাশে জমে থাকা মাটির চাপে ড্রেনের কিছু অংশ ধসে পড়েছে।ড্রেনের গাঁথুনীর মধ্যে রডের ব্যবহার করা হয় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ডিজাইনের মধ্যে নাই, অল্প বাজটের কাজ। আর সিসি রড দিয়ে করতে হলে আরও বেশি বাজেট লাগে।