শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

খোকসায় জ‌মি দখ‌লে ভাড়াটিয়া সন্ত্রাসী!

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ৬৪৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ২ আগস্ট, ২০২১, ৩:৪৫ অপরাহ্ন

কুষ্টিয়ার খোকসায় ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিনের আলোয় এক হতদরিদ্র তাঁতীর বসত বাড়ি সংলগ্ন পৈত্রিক জমি দখল করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হত দরিদ্র ওই তাঁতীর লক্ষাধিক টাকার ইট ও বালি দখলদারেরা ট্রাকে করে নিয়ে গেছে। শনিবার সকালে উপজেলা সদরের পৌর এলাকার কমলাপুর গ্রামে জমি দখলের ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, কমলাপুর শাহী সমজিদ সংলগ্ন পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে তাঁতী রেজাউল-রবিউলদের বসত বাড়ি। এলাকার তোফাজ্জেল হোসেন এ জমির মালিকানা দাবি করে দখল নেবার চেষ্টা করলে বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে শনিবার সকালে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে ওই তাঁতীর বসতঘরের পাশ থেকে প্রায় ২ শতাংশ জমি দখলে করে নেয় তোফাজ্জেলেরর লোকেরা।

এ ঘটনায় ভুক্তভোগীরা খোকসা থানায় অভিযোগ করেছেন। জমির একাংশের মালিক আলাউদ্দিন বিশ্বাস জানান, এই একচিলতে জমিতে ভাই ভাতিজাসহ তিনি বসবাস করে আসছেন। কিন্তু শনিবার সকালে লোকজনের শোর গোল শুনে তিনি বাড়ির বাইরে আসেন। এ সময় তোফাজ্জেল হোসেন ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনীর ৪০/৫০ জন লোক ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে তার জমির উপর দাঁড়িয়ে ছিল। সন্ত্রাসীরা কয়েকটি ট্রাকে করে তার ভাতিজা রেজাউলের রাখা ৭ হাজার ইট ও কয়েক ট্রাক বালি নিয়ে যায়।

একই সাথে জমির সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়ে নতুন করে বাঁশের বেড়া দিয়ে ঘিরে জমি দখল নেয়। এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ দিয়েছেন। আলাউদ্দিন বিশ্বাসের ভাতিজা রেজাউল বলেন, প্রায় চার বছর আগের থেকে তোফাজ্জেল এই জমি দখল করার চেষ্টা করছে। কিছুদিন আগে পৌরসভা থেকে এই জমি মেপে ফরোয়ার্ড করে দিয়েছে।

এ বিষয়ে তোফাজ্জেল হোসেন বলেন, বিবাদপূর্ণ জমি তার মায়ের নামে। প্রতিপক্ষ কয়েক বছর ধরে অবৈধভাবে তার জমি দখল করে রেখেছিল। শনিবার তারা সেই জমি দখলমুক্ত করেছেন। এসআই রাজিব বলেন, ওসি তাকে বির্তকিত জমি থেকে রেজাউল রবিউলদের বালি সরাতে নির্দেশ দেয়। তখন বালি সরালে দখল হত না। তারা কথা শোনেনি। এখন কি হয়েছে তা জানিনা, পার্টিকে কোর্টে যাওয়ার পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর