শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন

খোকসায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

মমিন হোসেন ডালিম / ২৯০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ২৮ মার্চ, ২০২১, ৬:২৫ পূর্বাহ্ন

কুষ্টিয়ার খোকসায় উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ০৩.৭.২০২১ ইং ) বিকাল পাঁচটা’য় খোকসা উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির হল রুমে খোকসা উপজেলা ছাত্রলীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে খোকসা উপজেলা ছাত্রলীগের আহবায়ক শিমুল আহম্মেদ খাঁনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি খোকসা উপজেলা চত্বর থেকে শুরু হয়ে খোকসা বাজার প্রধান সড়ক হয়ে থানাপড়ার মধ্যে দিয়ে বাসষ্ট্যান্ড এসে শেষ হয়।

স্বাধীনতার ৫০ বছরপূর্তী ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সরকারের আমন্ত্রনে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে যে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। এ সময় উপস্থিত নেতা কর্মীরা স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তি বি এন পি-জামায়াতের চক্রান্ত রাজপথেই মোকাবিলা করা হবে বলে অঙ্গিকার করেন।

সামাবেশে বক্তৃতা করেন, খোকসা উপজেলা ছাত্রলীগের আহবায়ক শিমুল আহেম্দে খাঁন, এ সময় তিনি বলেন, গভীর শ্রদ্ধাভরে স্বরন করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার জন্ম না হলে এই বাংলাদেশের জন্ম হত না। ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট ইতিহাসের কলংকজনক হত্যাকান্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্বরন করি।

এ সময় তিনি আরও বলেন, মহান স্বাধীনতা দিবসে স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তীর মধ্যেই স্বাধীনতা বিরোধীরা দেশের বিভিন্ন স্থানে জ্বালাও পোড়াও অগ্নি সংযোগ সহ বিভিন্ অপকর্ম চালিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে আমরা খোকসা উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে এই সমস্ত কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তি বিএনপি-জামাতেকে হুশিয়ার করে দিতে চাই দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে ছাত্রলীগ ঘরে বসে থাকবেনা রাজপথেই তাদেরকে মোকাবিলা করা হবে এবং উপযুক্ত জবাব দেওয়া হবে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন খোকসা উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক হাবিবুর রহমান সাগর, নাজমুল হাসান আলামীন, খায়রুল ইসলাম, শাকিব রহমার হৃদয়, মিজু আহম্মেদ সহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর