উন্নয়নমুখী বাজেটে জীবন-জীবিকাকে প্রাধান্য দেওয়ায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে কুষ্টিয়ার খোকসায় আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ।
শুক্রবার (৪ জুন) বিকালে উপজেলা চত্বর থেকে ২০২১-২০২২ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে খোকসা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শিমুল আহমেদ খানের নেতৃত্বে সংগঠনের ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল উপজেলার প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ছাত্রলীগের নেতারা বলেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট এটি। করোনা মহামারিতেও যখন বিশ্ব অর্থনৈতিকভাবে স্থবির, তখন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এতো বড় বাজেট দিয়ে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখছেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশের মানুষের জন্য জনমুখী বাজেট দিচ্ছেন। এই বাজেটের মাধ্যমে দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে বলেও মনে করেন তারা।
আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বর্তমান ছাত্রলীগ করোনা মহামারীতে যে সুনাম এনেছে তা সাধারণ জনগণের কাছে প্রশংসনীয় হয়ে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শিমুল আহমেদ খান, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সাগর, যুগ্ম আহ্বায়ক নাজমুল আহসান আল আমিন, সম্ভাব্য পৌর ছাত্রলীগের মো. আরাফাত উল আলাম, মো. নয়ন হোসেন বাপ্পি, আল আমিন শেখ, মো. মনির হোসেন হৃদয়সহ ছাত্রলীগের নেতাকর্মীরা।