বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন

খোকসায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা!

নিজস্ব প্রতিবেদক / ৯৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ২ জানুয়ারী, ২০২৩, ৫:০৪ অপরাহ্ন

কুষ্টিয়া খোকসা উপজেলায় স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে মিনা খাতুন(২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২ জানুয়ারি) উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মালিগ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বামীর সাথে ঝগড়া এবং বাকবিতণ্ডার এক পর্যায়ে অভিমান করে নিজ ঘরে ডাবের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

মৃত মিনারা খাতুন (২০) খোকসা উপজেলার মালিগ্রাম মোঃ শামীম হোসেনের স্ত্রী।ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার কীর্তি নগর গ্রামের আব্দুল মজিদের মেয়ে।

মৃত মিনার পিতা আব্দুল মজিদের দাবি মিনার স্বামী শ্বশুর-শাশুড়ি ও পরিবারের সদস্যরা মেয়েকে হত্যা করে গলায় রশী দিয়ে ঝুলিয়ে রাখে।স্থানীয় এলাকাবাসী ও পাড়া-প্রতিবেশীরা গৃহবধু মিনার ঝুলন্ত দেহ উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনেন। জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার টফি কুন্ডু পরীক্ষা-নিরীক্ষার পর গৃহবধু মিনা কে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান বলেন, কিভাবে মৃত্যু হয়েছে গৃহবধূ মিনার, বিষয়টি সঠিকভাবে নিরূপণের জন্য লাশ সুরতহালেরপর ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর