কুষ্টিয়ার খোকসা উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোকসা উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
খোকসা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ৩জন এবং আওয়ামী লীগের বিদ্রোহী ৪ প্রার্থী বিজয়ী হয়েছে। বাকি দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে খোকসায় বিজয়ীরা হলেন– খোকসা ইউনিয়নে আব্দুল মালেক ১৫৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতিক নিয়ে আয়ুব আলী বিশ্বাস পেয়েছেন ১৩১৮ ভোট।
শোমসপুর ইউনিয়নে বদর উদ্দিন খান ৫৭৪৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান কাজল মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২০৬৪ ভোট।
বেতবাড়িয়া ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাবুল আখতার নির্বাচিত হয়েছেন।
এ ছাড়াও বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন– জানিপুর ইউনিয়নে মজিবুর রহমান মজিদ পেয়েছেন ৩৬২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবর রহমান হবি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫৩৭ ভোট।
শিমুলিয়া ইউনিয়নে আব্দুল কুদ্দুস বিশ্বাস আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মজিদ খান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪৭৩ ভোট।
জয়ন্তীহাজরা ইউনিয়নে আব্দুস শকিব খান টিপু আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪১০০ ভোট। তার দুই প্রতিদ্বন্দ্বী আরিফুল ইসলাম নয়ন মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৭০৮ ভোট এবং আব্দুর রাজ্জাক নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২০৭০ ভোট।
আমবাড়িয়া ইউনিয়নে আকমল হোসেন চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ২৬৩৭ ভোট। অন্য প্রার্থী নাজমুস সালেহীন সুজন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২৫২৫ এবং নৌকা প্রতীকের মনিরুজ্জামান মনির পেয়েছেন ১৯২১ ভোট।
দলের নির্দেশনা অমান্য করায় তাদেরকে দল থেকে বহিষ্কার করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
ওসমানপুর ইউনিয়নে ওহিদুল ইসলাম ডাবলু আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনিছুর রহমান বাবলু নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫৪২ ভোট।
গোপগ্রাম ইউনিয়নে মোতালেব হোসেন মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩২৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসউদ আহসান শিবলী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩১৭৮ ভোট। তারা দুজনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছেন।