কুষ্টিয়ার খোকসায় আবারও করোনায় এক জনের মৃত্যৃ হয়েছে। এ উপজেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত ৪২৪ জন ও করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। তবে শনিবার (৩ জুলাই) রাতে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফেসবুক পেজ থেকে জানা যায় একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে ৩০জন।
এদিকে শনিবার (৩ জুলাই) সকালে করোনায় সিরাজ বিশ্বাস (৬০) নামের এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল। উপজেলার ৩নংওয়ার্ডের চরপাড়ার মইজদ্দিন বিশ্বাসের ছেলে সিরাজ বিশ্বাস। পেশায় ঘটকালি করতেন।
আরো পড়ুন: কুষ্টিয়ার সময়ে প্রকাশিত সংবাদের জেরে জলাবদ্ধতা নিরসনে খোকসার মেয়র
জানা যায়, গত (২৪ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিরাজ বিশ্বাস নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ আসে। পরে তার শরীরের অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুষ্টিয়া হাসপাতাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। দীর্ঘ দশ দিন চিকিৎসার পর অবশেষে করোনা আক্রান্ত হয়ে হয়ে মারা যায়।
অন্যদিকে, গত ২৪ ঘন্টায় এ উপজেলায় মোট করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা ৪২৪ জন এর মধ্যে আইসোলেশনে রয়েছে ২০০ জন। চিকিৎসাধীন ব্যবস্থায় হাসপাতালে ৮ জন আর বাঁকী ১৯২ জন হোম আইসোলেশনে আছে। তবে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১২জন করোনা রুগী জানিয়ে শনিবার (৩ জুলাই) রাত সাড়ে আটায় খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফেসবুক পেজ পোষ্ট করা হয়েছে।