কুষ্টিয়ার খোকসায় করোনায় আবারও তিনজনের মৃত্যু হয়েছে। উপজেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬ জনের।
সোমবার (৫ জুলাই) রাতে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফেসবুক পেজ থেকে কনোনায় দুধরাজপুর গ্রামের মো. রবিউল আলম (৫৪), কালিবাড়ি পাড়ায় মো. আইয়ুব আলী (৫৫), কমলাপুরে মো. কাউসার আলী (৬২) । এর মধ্যে গতকাল রাতে দুইজন ও আজ একজন বলে জানা যায়।
এদিকে গত ২৪ ঘণ্টায় এ উপজেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪৩৭ জন। এর মধ্যে আইসোলেশনে রয়েছেন ২০০ জন। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ৬ জন, আর বাকিরা হোম আইসোলেশনে আছেন। তবে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়িও ফিরেছেনদুই শতাধিকের বেশি।