কুষ্টিয়া খোকসার হিজলাবট আশ্রয়ন প্রকল্পের চরে মোড়াগাছা আদর্শগ্রাাম যুব সমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী গ্রামীন লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০.০৯.২০২২ইং ) বিকাল ৪.০০ টা’য় হিজলাবট আশ্রয়ন প্রকল্পের চরে অনুষ্ঠিতব্য লাঠি খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খোকসা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।
গ্রামীণ এ খেলাগুলো উপভোগ করতে খোকসা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে লোকজন চরে ভীড় জমান।এবং প্রচুর দর্শক খেলা উপভোগ করেন। দর্শকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা।খেলা শেষে পুরষ্কার বিতরন করেন খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ: মালেক। এ সময় তিনি বলেন, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলো কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে। এগুলো আবার ফিড়িয়ে আনতে যুব সমাজকে উদ্যোগ নিতে হবে। চেয়ারম্যান হিসেবে আমি পাশে থাকব।
খেলায় হিলালপুর গ্রামের জয়নাল সর্দার গ্রুপ, যদুবয়রা ইউনিয়নের ভবানীপুর গ্রামের খায়রুল ইসলাম গ্রুপ ও আলতাফ মোল্লা গ্রুপ সহ তিনটি দল অংশগ্রহন করেন।