কুষ্টিয়ার খোকসা উপজেলার বিলজানি দাখিল মাদ্রাসায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আর্ন এন্ড লিভের পক্ষ থেকে ১৬ জন দরিদ্র ও এতিম মেধাবি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই ও শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে।বুধবার দুপুুর ১২ টায় মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল আওয়ালের কক্ষে এ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদা ইয়াসমীন জেসীর নির্দেশনায় ও ফ্রেন্ডস অফ আর্ন এন্ড লিভের অনুদানে বিনামূল্যে বই ও শিক্ষা উপকরন বিতরন বাস্তবায়ন করেন সংগঠনের কুষ্টিয়া জেলা টীমের সদস্য মমিন হোসেন ডালিম।
এ সময় সষ্ঠ শ্রেনী থেকে নবম শ্রেনীর ১৬ জন দরিদ্র ও এতিম মেধাবি শিক্ষার্থীদের মাঝে পাঠ্য পুস্তক সহায়ক বই ও স্কুল ব্যাগ বিতরন করা হয়।এ সময় মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল আওয়াল বলেন, আর্ন এন্ড লিভ আমার মাদ্রাসার দরিদ্র এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করলেন প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি এই সংগঠনের চেয়ারম্যান ফরিদা ইয়াসমীন জেসী সহ সংস্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সংগঠনের সফলতা কামনা করছি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খোকসা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাবুব আলম চঞ্চল, অত্র মাদ্রাসার শিক্ষক বৃন্দ ও ফ্রেন্ডস অফ আর্ন লিভের খোকসা উপজেলা শাখার সদস্য মনোয়ার হোসেন ও শরীফ মাহমুদ।