রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:৩০ অপরাহ্ন

খোকসার শোমসপুর বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

ওবাইদুর রহমান আকাশ / ৪০৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ১৪ অক্টোবর, ২০২০, ২:২৩ অপরাহ্ন
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা

কুষ্টিয়ায় খোকসার শোমসপুর ৯নং বিট পুলিশিং কার্যক্রম শুভ উদ্বোধন করলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

বুধবার (১৪ অষ্টোবর) বিকাল শোমসপুর পশু হাট চত্বরে ৯নং বিট পুলিশিং কার্যক্রমের সভাপতিত্ব করেন খোকসা থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা। এ সময় অনুষ্ঠান সঞ্চালনা করেন তদন্ত (ওসি) ইদ্রিস আলী।

এ সময়  উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, থানার তদন্ত(ওসি) ইদ্রিস আলী, সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট আকরাম হোসেন দুলাল, মুক্তিযোদ্ধা কমান্ডার ফজরুল হকসহ থানার অফিসারবৃন্দু, স্থানীয় ইউপি সদস্যগণ, স্থানীয় শতাধিক ব্যক্তিবর্গ।

এ সময় রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান তিনি বলেন, জনগণই আমাদের মূল শক্তি, আরে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ পুলিশিং কে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। শোমসপুর তথা কুষ্টিয়া জেলাকে মাদকমুক্ত করতে আমাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করব।

তিনি আরো বলেন, ঐক্যবদ্ধ জাতি কখনো পথভ্রষ্ট হতে পারে না। আপনারা দীর্ঘদিন পরোক্ষ বাধ্য হয়েছেন। সবাই ঐক্যবদ্ধ থাকবেন আপনাদের পাশে আমি থাকবো সর্বশেষ তিনি খোকসা ইউনিয়ন পুলিশিং কার্যক্রমের সাফল্য কামনা করেন।

এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তারিকুল ইসলাম তারিক।

উল্লেখ, খোকসা থানার অফিসার ইনর্চাজ গোলাম মোস্তাফার নেতৃত্বে উপজেলার সকল ইউনিয়নে এই বিট পুলিশিং কার্যক্রম করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর