চতুর্থ ধাপে কুষ্টিয়ার খোকসায় ৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে টানা বিকাল ৪টা পর্যন্ত খোকসা উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত পর ভোট গণনা শেষে বিজয়ীদের নাম বেসরকারিভাবে ঘোষণা করা। তবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে ভোটারা স্বস্তি প্রকাশ করেছে।
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থীকে হারিয়ে ইউনিয়ন নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে বেসরকারিভাবে বিজয়লাভ করেন আব্দুল কুদ্দুস বিশ্বাস। উপজেলার শিমুলিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বিশ্বাস সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নের ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় শিমুলিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সাধারণ মানুষের কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সর্বদা পাশে থাকার অঙ্গিকার করেন এবং শিমুলিয়া ইউনিয়নবাসীও নবনির্বাচিত চেয়ারেম্যানকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে থেকে এলাকায় বিভিন্ন সমাজসেবায় নানা অবদান রেখেছেন তিনি। তার এই অর্জনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভকামনাও জানিয়েছেন তাকে।
শিমুলিয়া ইউনিয়ন -মোঃ আঃ কুদ্দুস বিশ্বাস আনারস প্রতীকে ৪৫৭৩ নিকট তম প্রতিদ্বন্দী আঃ মজিদ খান নৌকা প্রতিক ৩৪৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয় হয়েছেন আব্দুল কুদ্দুস বিশ্বাস।