খোকসা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক বীর মুক্তিযোদ্ধা আমজাদ চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। রবিবার (৬ মার্চ) সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে বি-মির্জাপুরের নিজবাড়ি রানীমহলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খোকসার এই জনপ্রিয় মুখ।
মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার কনিষ্ট ছেলে রনি চৌধুরী। তিনি জানান, দীর্ঘদিন ধরে ডায়বেটিস, ব্লাড প্রেশারসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, পুত্রবধু, নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল সোমবার শোমসপুর ইউনিয়নের বি-মির্জাপুর গ্রামে রাষ্ট্রীয় মর্যাদা শেষে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে গ্রামীণ গোরস্থানে খোকসার এই গুণী চিরসমায়িত হবেন।
আমজাদ চৌধুরী খোকসা উপজেলা সাংস্কৃতিক সংস্থার (উসাস) আজীবন সদস্য, খোকসা-জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের গভর্নি বডির সদস্যসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সক্রিয় ছিলেন।