কুষ্টিয়ার খোকসার সাহিত্য সাময়িকী ‘স্মৃতি হয়ে থাক’ এর প্রয়াত সম্পাদক শরৎচন্দ্র সরকারের অসহায় পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে কুষ্টিয়া জেলা সমিতি ও খোকসা উপজেলা কল্যাণ সমিতি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া মির্জাপুর গ্রামে শরতের স্ত্রীর হাতে এসব সহায়তা তুলে দেন খোকসা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকার মহাসচিব ও কুষ্টিয়ার সময়ের উপদেষ্টা সম্পাদক রবিউল আলম বাবুল।
স্ত্রী শেফালি সরকারকে সেলাই মেশিন ও ছিট কাপড় কেনা বাবদ নগদ ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে সমিতি দুটোর পক্ষ থেকে।
খোকসা উপজেলা কল্যাণ সমিতির মহাসচিব রবিউল আলম বাবুল বলেন, অসহায় এই পরিবারটি করোনা পরিস্থিতির মধ্যে হয়ে পড়েছে অসহায়। আমরা এই অসহায় পরিবারটির মুখে হাসি ফোটানোর জন্য এই সংসারকে সামান্যতম উপহার দিয়েছি।
এই সহায়তা পেয়ে শরতের পরিবার কুষ্টিয়া জেলা সমিতি, ঢাকা ও খোকসা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
প্রসঙ্গত, শরৎচন্দ্র সরকার দীর্ঘদিন যাবৎ পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। তবুও টিউশনি করে জীবিকা নির্বাহ করছিল। অবসরে কবিতা লিখতেন। তার সংসারে স্ত্রী শেফালী সরকারসহ মেয়ে অন্বেষা সরকার ও তার মা-বাবা রয়েছেন।
কুস/এমআই