কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার গড়াই নদী থেকে অজ্ঞাত যুবকের মৃত দেহ উদ্ধার করেছে খোকসা থানা পুলিশ।
সোমবার বেলা ১১ টার দিকে ৫নং ওয়ার্ড খোকসা পৌর বাজারের হাওয়া ভবন সংলগ্ন নদী থেকে মৃত দেহ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত মৃত দেহের পরিচয় পাওয়া যায়নি স্থানীয়রা জানান বেলা ১১ টার দিকে খোকসা বাজারে হাওয়া ভবন সংলগ্ন গড়াই নদী থেকে মৃত দেহটি ভাসতে দেখে স্থানীয়রা খোকসা থানা পুলিশকে খবর দেন খোকসা থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে ।
পরবর্তীতে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেন তারা আরো জানান অর্ধগলিত লাশ মৃতদেহ পরনে কালো রঙের ফুলপ্যান্ট রয়েছে।
খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, মৃতদেহ গড়াই নদীতে ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে লাস টি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মৃত দেহ দেখে আনুমানিক ২৫ বছর বয়সী যুবক বলে ধারণা করা হয়েছে এখন পর্যন্ত মৃত দেহের পরিচয় জানা যায়নি।