কুষ্টিয়ার খোকসার গড়াই নদী থেকে অবৈধ উপায়ে ড্রেজার মেশিন দিয়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে চলছে বালু উত্তলন।
সরেজমীনে গিয়ে দেখা যায়, কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা ইউনিয়নের মোড়াগাছা বাজার সংলগ্নে ঢাকা-কুষ্টিয়া মহাসড়কের রাস্তার নীচ দিয়ে গর্ত খুড়ে পাইপ দিয়ে চলছে বালু উত্তলন।
পাইপের সুত্র ধরে দেখা যায় মহাসড়কের প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের হিজলাবট মৌজার আদর্শ গ্রাম গড়াই নদীর চরে বসানো হয়েছে ড্রেজার মেশিন সেখান থেকে অবৈধ প্রক্রিয়ায় চলছে বালু উত্তলন ।
ঢাকা-কুষ্টিয়া মহাসড়কের নীচে গর্ত খুড়ে বসানো হয়েছে পাইপ
এ বিষয়ে মোড়াগাছা পূর্ব পাড়া বাসন্দিাদের কয়েকজন নাম না প্রকাশ করার শর্তে বলেন, এরা এভাবে বালু উত্তলন করছে পাইপ ফেটে আমাদের চলাচলের রাস্তা বাড়ীঘড় কাদামাটিতে ভরে যায় প্রশাসনের লোকজন আসলেও এগুলো বন্ধ হয় না।
খোকসা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আজাদ বলেন, যেখান থেকে বালু উত্তলন হচ্ছে আমার জানামতে সেটা ডাকের না তবুও এভাবে মহাসড়কের নীচ দিয়ে গর্ত খুড়ে পাইপ বসিয়ে বালু উত্তলন বৈধ বলে আমার মনে হয় না বালু কে উত্তলন করছে জানতে চাইলে তিনি বলেন খায়রুল নামের এক ব্যক্তি বালু উত্তলন করছে ওনার বাড়ি মূলগ্রাম।
ঢাকা-কুষ্টিয়া মহাসড়কের নীচে গর্ত খুড়ে বসানো হয়েছে পাইপ
স্থানীয় একজন মহিলা বলেন, কয়েকদিন আগে পুলিশ এসে পাইপ নিয়ে গিয়েছিল কিন্ত তাতে কাজ হয় নাই আবারও শুরু করছে। বালু উত্তলন করা অবস্থায় পাইপের মাথায় বসে থাকা জনৈক ব্যক্তিকে বালু উত্তলন প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন আমি মালিক না মালিকের নাম খায়রুল তিনি এখানে নাই।
ঐ কর্মচারীর কাছ থেকে ড্রেজার মালিক খায়রুলের মোবাইল নিয়ে তাকে একাধিকবার ফোন দিলেও ড্রেজার মালিক খায়রুল ফোন রিসিভ করেনি।
এ ব্যাপারে খোকসা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান বলেন, আমরা ওখান থেকে পাইপ জব্দ করেছিলাম আবার শুরু করলে অভিযোগ পেলে ব্যবস্থা নিব ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন বলেন, এমন একটি অভিযোগ পাওয়ার পর আমরা ওখান থেকে বালু উত্তলনের পাইপ ও কিছু সরমঞ্জাম জব্দ করেছিলাম আর মহাসড়কের বিষয়ে সড়ক জনপথের এক্সচেঞ্জকে জানিয়েছি পূনরায় শুরু করে থাকলে আবারও অভিযান চালাবো।