কুষ্টিয়ার খোকসার ইমন ইসলাম ইচ্ছে হলেই শখের বশে কোঁচ (মাছ ধরার ধারালো ফাঁদ) নিয়ে বেড়িয়ে পড়েন পাশের গড়াই নদীতে। বর্ষা মৌসুম হলে তো কথায় নেই! কিন্তু তার সেই কোঁচে ধরা পড়েছে একটি ইলিশ মাছ! এ যেন নিজের কাছেই অবিশ্বাস্য মনে হচ্ছিল ইমনের।
ইমন খোকসার ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ গ্রামের পান্নু সেখের ছেলে। মাছ ধরার প্রচণ্ড নেশা ইমনের। তবে গেল রবিবার রাতে তার কোঁচের নিশানায় ধরা পড়ে বিশাল আকৃতির চকচকে রূপালী ইলিশ! ওজন প্রায় দেড় কেজি।
তবে, ইলিশ পানির গভীরে চলতেই পছন্দ করে। পানির উপরিভাগে খুব একটা আসে না। ইমনের এমন ভাগ্যে তাই গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কৌতুহলে রাতেই মাছ দেখতে ইমনের বাড়িতে ভীড় জমায় গ্রামের মানুষ।
ইমন ইসলাম বলেন, এটা আমার জীবনের স্বরণীয় একটি দিন। কোঁচে এত বড় একটা ইলিশ মাছ পাবো জীবনে কল্পনাও করিনি।