কুষ্টিয়ার খোকসা সরকারি ডিগ্রি কলেজের নবাগত অধ্যক্ষ ড. আব্দুল লতিফকে ব্যতিক্রমী সংবর্ধনা দিয়েছে কলেজ প্রশাসন। বুধবার সরকারি ছুটির দিন মোটরসাইকেল শোভযাত্রাসহ তাঁকে ক্যাম্পাসে নিয়ে আসা হয়।
এ সময় নবাগত অধ্যক্ষকে ফুল ছিটিয়ে বরণ করে নেন ছাত্রীরা। এ জন্য শিক্ষার্থীদের প্রায় এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়।
জানা যায়, সদ্য জাতীয়করণ হওয়া কলেজটির অধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. আব্দুল লতিফ। এ উপলক্ষে সংবর্ধনার আয়োজন করে কলেজ প্রশাসন। কলেজ ছুটি থাকলেও তাঁকে বরণ করতে বাড়ি থেকে ছাত্রীদের ক্যাম্পাসে ডেকে আনা হয়। এরপর ক্যাম্পাসের ভেতরে সারিবদ্ধভাবে ফুলের ডালা হাতে প্রায় ঘণ্টা খানেক দাঁড়িয়ে থাকতে হয় তাদের।
এক পর্যায়ে মোটরসাইকেলবহর নিয়ে নাটকীয় কায়দায় ক্যাম্পাসে আসেন নতুন অধ্যক্ষ। পরে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা তাঁকে ফুল ছিটিয়ে বরণ করে নেন। পরে অধ্যক্ষ তাঁর কক্ষে যান। সেখানে তিনি শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং কলেজের শিক্ষক-কর্মচারীদের নিয়ে বঙ্গুবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানান।
এর আগে পাবনা এডওয়ার্ড কলেজে বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন আব্দুল লতিফ। তিনি ১৬তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন তিনি।
একাধিক শিক্ষক জানান, শিক্ষার্থীদের দিয়ে কারও বরণ করার নিয়ম নেই। কিন্তু ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেই কাজটি করলেন। নতুন অধ্যক্ষও কোনটি আইনি আর কোনটি বেআইনি তা বিবেচনা করেননি।
তবে সংবর্ধনার আয়োজক ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল উদ্দিনের দাবি, এমন সংবর্ধনার নেপথ্যে রয়েছেন কিছু অতি উৎসাহী শিক্ষক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক বলেন, তিনি এ ধরনের সংবর্ধনা কখনও দেখেননি। ঘটনাটি আইনসিদ্ধ কিনা তা জানা নেই।